নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপট দেখাল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল। দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১২৯ রানে থামিয়ে দেয় টাইগ্রেসরা, জবাবে ৩১.১ ওভারেই জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে শুরুতেই মারুফা আক্তারের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের প্রথম ওভারেই উমাইমা সোহেল ও সিদরা আমিনকে শূন্য রানে ফেরান মারুফা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানেই অলআউট হয় তারা।
বাংলাদেশের হয়ে মাত্র ৫ রান খরচায় ৩ উইকেট নেন স্বর্ণা আক্তার। মারুফা ও নাহিদা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। এছাড়া ফাহিমা খাতুন, রাবেয়া খান ও নিশিতা আক্তার একটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার পান মারুফা আক্তার।
জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও রুবিয়া হায়দারের অপরাজিত ৫৪ রানে সহজ জয় পায় বাংলাদেশ। তাকে দারুণ সঙ্গ দেন সোবহানা মোস্তারি (২৪*)।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৭ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে।

