পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে দশমিনায় উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা জানান।
নুরুল হক নুর বলেন, “গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচন করব। এ ক্ষেত্রে আপনাদের দোয়া ও সমর্থনই আমার শক্তি।” তিনি আরও জানান, দেশ-বিদেশে তার দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।
ডাকসুর সাবেক এই ভিপি মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলোর জন্য এই রায় একটি শিক্ষা। দেশের রাজনীতিকে সংকটের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান জানান তিনি।
তার মতে, কিছু আঞ্চলিক নেতার অতিরিক্ত উত্সাহ জাতীয় ঐক্যে বিঘ্ন ঘটাচ্ছে—যা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ।
নুর বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সমঝোতার ভিত্তিতে নির্বাচনই দেশের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য পথ। প্রয়োজনে আসন নিয়ে বোঝাপড়ার মাধ্যমে নির্বাচনে গেলে স্থিতিশীলতা ও উন্নয়ন দুটোই বাড়বে।
তিনি আরও প্রতিশ্রুতি দেন-নির্বাচিত হতে পারলে চরাঞ্চলসহ পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের স্থানীয় নেতাদের নিয়ে যৌথ পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও জীবনযাত্রা পিছিয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে তার।
সভায় উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন দলটির জেলা ও কেন্দ্রীয় নেতারা।
ম্যাংগোটিভি/আরএইচ
