পঞ্চগড়ে টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা বেড়ে দাঁড়ায় ৮৪ শতাংশে।

ভোরে হালকা কুয়াশা দেখা গেলেও ঘন কুয়াশার সৃষ্টি হয়নি। পরে আকাশে রোদের দেখা মিললেও শীতের মাত্রা তাতে কমেনি। আগের দিন শনিবারও একই সময়ে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কয়েকদিন তাপমাত্রা ১৩ দশমিক ২ থেকে ১৩ দশমিক ১ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।

দিনে রোদ থাকলেও ভোর ও সকালের সময় শীতের অনুভূতি স্পষ্টভাবে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও জেঁকে বসছে। ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরও কমে যেতে পারে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version