ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই দায়িত্বে থাকতে পারেন না।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, আজ শহীদ মিনারে একত্রিত হয়ে আমরা প্রমাণ করতে চাই যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। এখানে আমরা কোনো রাজনৈতিক নেতা হিসেবে আসিনি, এসেছি জুলাইয়ের কর্মী হিসেবে।

তিনি বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এমন ঘটনার পরও যারা দায়িত্বে আছে, তারা কীভাবে নিজেদের দায়িত্বশীল দাবি করে—তা বোধগম্য নয়। যারা এমন বক্তব্য দিচ্ছে, তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না। তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নাহিদ ইসলাম আরও বলেন, আগামীকাল আমরা উৎসব করতে রাস্তায় নামব না। আগামীকাল আমরা প্রতিরোধের জন্য রাস্তায় নামব। তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, বিজয় উদযাপনের নামে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই রাজপথে নামতে হবে।

হাদির ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করা হয়নি। কোথা থেকে, কীভাবে এই হামলার পরিকল্পনা হয়েছে, সেটিও এখনো উদ্ঘাটন করা যায়নি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের দায়িত্বশীলতা নিয়ে জনমনে গভীর প্রশ্ন তৈরি হয়েছে।

Share.
Exit mobile version