নিলামের মাধ্যমে আরও পাঁচ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বর্তমানে বাজারে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় রপ্তানিকারক ও প্রবাসী আয়নির্ভর খাতের স্বার্থ রক্ষায় বাজারে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে। সেই ধারাবাহিকতায় ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার নির্ধারিত ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
আরিফ হোসেন খান আরও জানান, গত জুলাই থেকে এ পর্যন্ত মোট ৩৯৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে শুধু চলতি জানুয়ারি মাসেই কেনা হয়েছে ৭৯ কোটি ৮০ লাখ ডলার।
এর আগে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। গত ১৩ জুলাই ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়। এরপর ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ ডলার, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে এক কোটি ডলার এবং আগস্ট মাসে একাধিক দফায় আরও কয়েক দশকোটি ডলার কেনা হয়।
সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বর মাসেও ধারাবাহিকভাবে ডলার সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ জানুয়ারির বিভিন্ন তারিখে ১২২ টাকা ৩০ পয়সা দরে মোট ৭৯ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের অতিরিক্ত সরবরাহ থাকলে তা কিনে নেওয়ার মাধ্যমে বিনিময় হার নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। এতে রপ্তানি আয় ও প্রবাসী আয় নিরুৎসাহিত হওয়ার ঝুঁকি কমবে এবং বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।
ম্যাংগোটিভি /আরএইচ


