চট্টগ্রাম থেকে-স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে, নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। এবং আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার কোস্টগার্ড আছে সবাই নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, নির্বাচন নির্ভর করবে জনগণের ওপর।

লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু অস্ত্র এখনও বাইরে রয়েছে। চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান—পাহাড়, সমুদ্র ও সমতল—অন্য এলাকায় পাওয়া যায় না, তাই এখানে অভিযান পরিচালনা জটিল। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতোমধ্যে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।

পার্শ্ববর্তী দেশের গুজব ও ভুল সংবাদ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের সতর্ক করে বলেন, পূজা উপলক্ষ্যে আবারও গুজব ছড়ানোর চেষ্টা হতে পারে। তাই আগের মতো সত্য সংবাদ প্রচারের জন্য সবাইকে সক্রিয় থাকার অনুরোধ করেছেন।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version