নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীদের এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এই এনসিপি নেতা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগেও এ ধরনের কর্মকাণ্ড করেছে। উপদেষ্টারা যখন এসেছেন, তাদের ওপরও আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তু আমরা থাকি। তবে এতে আমরা ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ দেশে মানুষের ওপর সন্ত্রাস চালাতে পারে। কিন্তু মানুষ সাহসের সঙ্গে অতীতেও তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জীবন উৎসর্গ করতে দ্বিধা করেনি। ভবিষ্যতেও আওয়ামী লীগকে প্রতিরোধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে।’
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি নিউইয়র্কে অবতরণ করলে বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দেয়। এসময় এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ ওঠে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং ও বিএনপি কর্মীদের সহযোগিতায় তারা বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

