নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনায় উঠে এসেছেন তাঁর স্ত্রী রামা দুওয়াজি। ২৮ বছর বয়সী রামা সিরিয়ান বংশোদ্ভূত একজন শিল্পী, যিনি অ্যানিমেশন নিয়ে কাজ করেন। তাঁর শিল্পকর্মে প্রায়ই মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও বাস্তবতা উঠে আসে।
গত মে মাসে মামদানি জানিয়েছিলেন, তাঁদের তিন মাস আগে বিয়ে হয়েছে। তখন তিনি বলেন, ‘রামা শুধু আমার স্ত্রী নন, তিনি একজন অসাধারণ শিল্পী, যিনি নিজ গুণেই পরিচিতি পাওয়ার যোগ্য।’
বিজয় ভাষণে মামদানি আবেগঘনভাবে স্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘রামা… আমার আয়ু… এই মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকার জন্য তাঁর চেয়ে পছন্দের কেউ নেই।’
ম্যাংগোটিভি/আরএইচ

