শিশুদের পুষ্টি নিশ্চিত করা, বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং শিক্ষার্থীদের শেখার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার উদ্বোধন অনুষ্ঠানে বলেন, শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য।

‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ প্রকল্প সূত্রে জানা যায়, ২০২৭ সাল পর্যন্ত প্রকল্প মেয়াদকালে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচ দিন পুষ্টিকর খাবার পাবে। খাবারের তালিকায় রয়েছে ফর্টিফাইড বিস্কুট, ইউএইচটি দুধ, বনরুটি, সিদ্ধ ডিম, কলা ও স্থানীয় মৌসুমি ফল।

সাপ্তাহিক খাবার তালিকা অনুযায়ী-রোববার ১২০ গ্রাম ওজনের বনরুটি ও সিদ্ধ ডিম, সোমবার বনরুটি ও ২০০ গ্রাম ইউএইচটি দুধ, মঙ্গলবার ৭৫ গ্রাম ফর্টিফাইড বিস্কুট ও কলা/মৌসুমি ফল, বুধবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম।

প্রস্তাবিত খাদ্যতালিকাটি শিক্ষার্থীদের মোট এনার্জির ২৫.৯%, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২.২%, প্রোটিনের ১৬.৪% এবং ফ্যাটের ২১.৭% চাহিদা পূরণে সহায়ক হবে বলে জানা গেছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version