পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে ট্যাঙ্কারটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, জ্বালানি বোঝাই ট্যাঙ্কারটি সড়কের ক্ষতিগ্রস্ত অংশে উল্টে যাওয়ার পর তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের বহু মানুষ তেল সংগ্রহ করতে এগিয়ে আসলে কিছু সময়ের মধ্যেই ট্যাঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই বহু লোক প্রাণ হারান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাঙ্কার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, নিহতদের বেশিরভাগই ছিলেন ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে আসা স্থানীয় বাসিন্দা।

ফেডারেল রোড সেফটি কর্পসের (এফআরএসসি) নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে এবং ওই ব্যস্ত মহাসড়কে মারাত্মক যানজট সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ ও সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। রাস্তার খারাপ অবস্থা এবং দুর্বল যানবাহন রক্ষণাবেক্ষণই এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version