রাজধানীর ভাটারায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীকে গণধোলাই দেয়ার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম অপূর্ব চন্দ্র (২৬)।

শনিবার (৫ অক্টোবর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই ঘটনা ঘটে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ অনুযায়ী অপূর্ব চন্দ্রকে ক্ষুব্ধ অন্য শিক্ষার্থীরা গণধোলাই দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। রাতেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সকালে আদালতে পাঠানো হয়েছে।

পরিদর্শক আরও বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version