আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিনে যেতে পারবেন। তবে তারা রাতযাপন করতে পারবেন কিনা, সেটি পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, দ্বীপটির পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করেই পর্যটন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীতে সেন্টমার্টিনকে স্থানীয় জনগণকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গত ৯ মাস ধরে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এ সময় দ্বীপে যাওয়া বন্ধ রাখা হয়।
ম্যাংগোটিভি/আরএইচ

