চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ বিষয়ে ব্যয় সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়, কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত অর্থ বরাদ্দ চাইতে পারবে না। একই সঙ্গে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনাসহ কয়েকটি খাতে ব্যয় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংকোচনমূলক নীতি অব্যাহত রেখেই সংশোধিত বাজেট প্রস্তুত করতে হবে।

পরিপত্রে আরও বলা হয়, চলমান অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে বরাদ্দের ভেতরে থেকে খাত পরিবর্তন করা যাবে। তবে অব্যয়িত উন্নয়ন ব্যয় পরিচালন খাতে স্থানান্তর করা যাবে না।

সরকারি খরচে সব ধরনের বৈদেশিক সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। একান্ত প্রয়োজন বিবেচনায় অনুমোদনক্রমে সীমিত পরিসরে বিদেশ ভ্রমণের সুযোগ থাকবে। একই সঙ্গে সরকারি তহবিলে নতুন গাড়ি, জাহাজ ও বিমান কেনায় নিষেধাজ্ঞা বহাল থাকছে। তবে ১০ বছরের বেশি পুরোনো গাড়ির পরিবর্তে নতুন গাড়ি কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ বাবদ ব্যয়ও বন্ধ রাখতে বলা হয়েছে। উন্নয়ন বাজেটের আওতায় শর্তসাপেক্ষে এ খরচ করা যাবে। সংশোধিত এডিপি প্রণয়নে প্রকল্পের সংখ্যা সীমিত রাখা এবং ব্যয় যৌক্তিক করার ওপরও জোর দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় সব খাতে ব্যয় পর্যালোচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে সংশোধিত বাজেটে এর প্রভাব দেখা যাবে।
এবার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় আগেভাগে বাজেট সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তারা।-

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version