জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরানো হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এর আগে গত ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি সচিব হওয়ার পর প্রশাসনে বিশৃঙ্খলা, পদায়ন ও পদোন্নতিতে বঞ্চিতদের অবমূল্যায়নসহ নানা অভিযোগ ওঠে। এমনকি নিয়োগ বাণিজ্য নিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি।

Share.
Exit mobile version