পটুয়াখালীর দশমিনা উপজেলা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা এবং গলাচিপা উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে কমিটি দুটি বিলুপ্তির কারণ সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম জোরদার ও দল পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। নতুন কমিটি গঠনের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ

