বাংলাদেশের জনপ্রিয় কিশোর সাহিত্য সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা, লেখক রকিব হাসান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে ডায়ালিসিস চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর এবং লেখক রওশন জামিল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রকিব হাসানের জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায়। বাবার চাকরির সুবাদে শৈশব কেটেছে ফেনীতে। পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা শেষে তিনি বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও শেষ পর্যন্ত লেখালেখিকেই বেছে নেন জীবনের পথ হিসেবে।

সেবা প্রকাশনীর ব্যানারে তিনি চার শতাধিক বই লিখেছেন—কখনো নিজের নামে, কখনো ছদ্মনামে। শুরু করেছিলেন বিশ্বসেরা ক্লাসিক সাহিত্যের অনুবাদ দিয়ে। লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজাসহ অসংখ্য জনপ্রিয় সিরিজ।

তবে তাঁর সর্বাধিক জনপ্রিয় সৃষ্টি ‘তিন গোয়েন্দা’ সিরিজ, যা বাংলাদেশের কিশোর-কিশোরীদের প্রজন্মের পর প্রজন্মের প্রিয় পাঠ্য হয়ে উঠেছে। মূলত রবার্ট আর্থারের থ্রি ইনভেস্টিগেটরস সিরিজ অবলম্বনে তিন গোয়েন্দার সূচনা হলেও রকিব হাসানের লেখনশৈলীতে এটি পেয়েছিল একেবারে বাংলাদেশি রূপ ও স্বাদ। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন একাধিক ছদ্মনাম। এর মধ্যে অন্যতম ‘শামসুদ্দীন নওয়াব’, যার নামে তিনি জুল ভার্নের বই অনুবাদ করেছিলেন।

রকিব হাসান কেবল একজন গোয়েন্দা লেখক নন—তিনি ছিলেন বাংলাদেশের কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্ট চরিত্র ও গল্পগুলো আজও তরুণ পাঠকদের হৃদয়ে বেঁচে আছে।

Share.
Exit mobile version