বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিট এলাকা পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি ঘিরে মঞ্চ এলাকা ও আশপাশে বাড়ানো হয়েছে নজরদারি ও শৃঙ্খলা রক্ষার কার্যক্রম।

সরেজমিনে দেখা গেছে, কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। মঞ্চের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

প্রবেশপথগুলোতে স্বেচ্ছাসেবকরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে আগত নেতাকর্মীদের চলাচল নিয়ন্ত্রণ করছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঞ্চসংলগ্ন এলাকায় মেডিকেল টিম ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। হিটস্ট্রোক, অসুস্থতা কিংবা দুর্ঘটনার আশঙ্কায় অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিএনপির এক স্বেচ্ছাসেবক জানান, ‘লাখো মানুষের সমাগমের বিষয়টি মাথায় রেখে আগেই আমরা প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা—সবকিছু সমন্বয় করেই কাজ করা হচ্ছে।’

নিরাপত্তা সংশ্লিষ্টরা জানান, সংবর্ধনা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই মূল লক্ষ্য। এ জন্য নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ৩০০ ফিট এলাকায় নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থা রাজধানীতে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ও সুসংগঠিত আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version