বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও ত্যাগের ধারাবাহিকতায় দেশ এখন গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে। এই প্রক্রিয়ায় তারেক রহমানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে বৃহস্পতিবার তারেক রহমানকে দেওয়া সংবর্ধনাকে ঐতিহাসিক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ ধরনের সংবর্ধনা আগে কেউ পাননি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রাখে।
