ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা সর্বোচ্চ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘বিটিভি ও বেতারকে চিঠি দিচ্ছে ইসি সচিবালয়। ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বরও হতে পারে। ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে—আর সময় নেই।’

ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন। ইতোমধ্যে তার ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, রাষ্ট্রপতির সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিকেলে সিইসির তফসিল-সংক্রান্ত ভাষণ রেকর্ড করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সন্ধ্যায় সেই ভাষণ প্রচার করা হবে। তবে কোনো কারণে এদিন ঘোষণা দিতে না পারলে বৃহস্পতিবার তফসিল প্রকাশ করা হবে।

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি দায়িত্ব গ্রহণের পর প্রথম জাতীয় নির্বাচন। শুরুতেই জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হওয়ায় কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে কমিশনটি।

Share.
Exit mobile version