নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, তত্ত্বাবধায়কসরকার তৈরির মতো একটি আবহ তৈরি হচ্ছে। তবে কর্মকর্তাদের ভয় না
পেয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই)নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া উপজেলা
নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। (পত্রিকার খবরে) এখন তত্ত্বাবধায়ক সরকার
তৈরির আবহদেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং দেওয়া হবে।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে কনসিকোয়েনশিয়াল’ (সবচেয়ে গুরুত্বপূর্ণ) নির্বাচন হিসেবে উল্লেখ করেন। ইউএনওদের উদ্দেশে তিনি বলেন, কারও পক্ষে কাজ করা যাবে না। সততা ও সাহস নিয়ে দায়িত্ব পালন করতে হবে। অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করুন।

ইসি আনোয়ারুল আরও বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীলতা ছিল। অমুক-তমুকের কথায় অনেক কিছু হয়েছে। কিন্তু এখন আর সে ভয় নেই। সরকারি কর্মকর্তাদের সততা, মনোবল ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে।

এ সময় তিনি বলেন, এ সরকারের অধীনে নির্বাচনে সততা ও নিষ্ঠা প্রদর্শনের সুযোগ রয়েছে। ভয় পাওয়া যাবে না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর
দেখবেন,আশপাশে কেউ নেই—তখন নিজের অবস্থানেই দৃঢ় থাকতে হবে

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version