ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ‘জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির’ সদস্য সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাগুলো তদন্তে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে রিপোর্ট দেয়, যার ভিত্তিতে গত ১৭ মার্চের সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে সিন্ডিকেট গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির দ্বিতীয় সভায় আরও শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া যায়। সর্বশেষ প্রতিবেদনে মোট ৪০৩ জন শিক্ষার্থীর সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার কারণ দর্শিয়ে লিখিত জবাব বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একতরফা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

Share.
Exit mobile version