ঢাকা মহানগরী ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি জানান, রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করতে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও সংবেদনশীল এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে।
এর আগে প্রয়োজনীয়তা বিবেচনা করে জেলা প্রশাসনের অনুরোধে এসব এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

