ডেঙ্গু জ্বরের প্রকোপে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিভাগ অনুযায়ী হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা: বরিশাল: ১৬৫, চট্টগ্রাম: ৭৭, ঢাকা (সিটি করপোরেশন ছাড়া): ১৪৭, ঢাকা উত্তর সিটি: ১২২, ঢাকা দক্ষিণ সিটি: ১১৫, খুলনা: ৫২, ময়মনসিংহ: ২২, রাজশাহী: ২৮, রংপুর: ৩, সিলেট: ৯ জন।
মৃত্যুর ক্ষেত্রে বরিশালে ৫, চট্টগ্রামে ১, ঢাকা উত্তর সিটিতে ৩, ঢাকা দক্ষিণ সিটিতে ২ এবং ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪১,৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৭৯ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৩ জন, চলতি বছর মোট ছাড়পত্রের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯,৬৩১ জনে।

