দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪১১ জন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হাসপাতালে ভর্তিদের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৬৯ জন এবং বাকি রোগীরা ঢাকা সিটির বাইরের বিভিন্ন জেলা ও হাসপাতালের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯ হাজার ৪৯৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৫৩ জন। মৃত্যুবরণ করেছেন ৪০৪ জন।
ডেঙ্গুতে ২০২৩ সালে দেশের ইতিহাসে সবচেয়ে বড় সংকট দেখা দেয়। সে বছর আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি মশার প্রজননস্থল নষ্ট করতে স্থানীয় কর্তৃপক্ষ ও জনগণের সমন্বিত উদ্যোগ জরুরি।
ম্যাংগোটিভি / আরএইচ

