দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৫৭ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম আজ সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।
বিভাগভিত্তিক হাসপাতাল ভর্তি সংখ্যা হলো- বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮৭ জন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৪৫ জন, খুলনা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬০ জন, ময়মনসিংহ বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৩৯ জন, রাজশাহী বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭৬ জন।
রংপুর বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৭ জন, সিলেট বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৬ জন।
গত ২৪ ঘণ্টায় ৭৭৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫২,৫৬১ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছরে এ পর্যন্ত মোট ৫৫,৪১৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজনসহ এ পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে।
তুলনায়, ২০২৪ সালে দেশে মোট ১,০১১,২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
