দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে। একই সময়ে নতুন করে ১১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
এ সময়ে নতুন ভর্তি হওয়া ১১৭৯ জন রোগীর মধ্যে- ঢাকা বিভাগে ২৩৯ জন (উত্তরে ১৭২, দক্ষিণে ১৫৭ জন), চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশালে ১৬৯ জন, খুলনায় ৭০ জন, রাজশাহীতে ১০৯ জন, ময়মনসিংহে ৮৯ জন, রংপুরে ১২ জন, সিলেটে ৮ জন রয়েছেন। অন্যদিকে, গত একদিনে ১১১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ৭৯ হাজার ৭২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৭৬ হাজার ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তন ও অনিয়ন্ত্রিত পানি জমে থাকা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ অবস্থায় মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

