ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলা থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্তমান পরিচালক মিনহাজ মান্নান ইমন অব্যাহতি পেয়েছেন।

বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

আইনজীবী মঈন ফিরোজী জানিয়েছেন, আদালতের এই রায়ের মাধ্যমে মিনহাজ মান্নানের বিরুদ্ধে চলমান মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

মামলার ইতিহাস অনুযায়ী, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঢাকার সাইবার ট্রাইব্যুনাল কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও মিনহাজ মান্নান ইমনসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর চারজন হলেন সুইডেনপ্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান (স্যাম ওরফে জুলকার নাইন), আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।

দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান নারাজি আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে মিনহাজ মান্নান হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিল গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করেন। আজ শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

উল্লেখ্য, শেখ হাসিনার শাসনামলে ২০২০ সালের ৫ মে রাজধানীর রমনা থানায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) অভিযোগপত্র দাখিল করে।

মামলার আসামি লেখক মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি কারাগারে মারা যান। পরে আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে।

Share.
Exit mobile version