ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাঁচজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইনটেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. নাজিম উদ্দিন আল আজাদকে লালবাগ বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপি সদরদপ্তরের এডিসি মোহাম্মদ আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগে।

এছাড়া, এস্টেট বিভাগের এডিসি মো. শওকত আলীকে রমনা বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের এডিসি মো. জাহিদ হোসেনকে মতিঝিল বিভাগে এবং প্রটেকশন বিভাগের এডিসি কে. এইচ. এম. এরশাদকে বদলি করা হয়েছে উত্তরা বিভাগে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বদলি সংক্রান্ত এই আদেশ সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version