ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবহন ব্যবস্থা আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে ডাকসুর উদ্যোগে চালু করা হয়েছে ‘আমাদের লাল বাস’ নামে একটি লাইভ ট্র্যাকিং অ্যাপ। সম্প্রতি ওয়েবসাইটে অ্যাপটি উন্মোচন করা হয়েছে।
প্রাথমিকভাবে শুধুমাত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গেলেও শিগগিরই এটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে। শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসের অবস্থান, স্টপেজ ও সময়সূচিসহ বিভিন্ন তথ্য জানতে পারবেন।
ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ বলেন, ‘ওয়েবসাইট থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। পরবর্তীতে প্লে-স্টোরেও দেওয়া হবে। কোনো ত্রুটি বা জটিলতা দেখা দিলে আমাদের জানাতে অনুরোধ করছি।’
তিনি আরও জানান, অ্যাপটিতে ড্রাইভার ও শিক্ষার্থীদের জন্য আলাদা অ্যাকাউন্ট ব্যবস্থা রাখা হয়েছে। কোন বাস কোন স্টপেজে আছে বা নির্দিষ্ট স্টপেজে পৌঁছাতে কত সময় লাগবে—এসব তথ্য রিয়েল টাইমে দেখা যাবে।
এর আগে অ্যাপটির কার্যকারিতা যাচাইয়ে তিন ধাপে ট্রায়াল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রথমে বাস কমিটির সদস্যরা প্রাথমিক ট্রায়াল চালান, পরে সীমিতসংখ্যক শিক্ষার্থী এতে অংশ নেন। শেষ ধাপে বাসচালকদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সরাসরি ট্রায়াল আয়োজন করা হয়, যাতে তারা অ্যাপটি দক্ষভাবে ব্যবহার করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে বাস ব্যবস্থাপনা আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে তারা আশা করছেন।
ম্যাংগোটিভি/আরএইচ

