রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটকে আরও এক হাজার নতুন টাওয়ার যুক্ত হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এসব টাওয়ার সচল করা হবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি লিখেছেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় সারাদেশে চার হাজারের কম ফোরজি সাইট বা টাওয়ার ছিল। বর্তমানে ফোরজি টাওয়ার ৪ হাজার ৭৬০টি। ডিসেম্বরের মধ্যে মোট ফোরজি টাওয়ারের সংখ্যা ৫ হাজার ৭৬০টিতে পৌঁছে যাবে বলে আশা করছি।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, বর্তমান সময়ে ১ হাজার ৭৬০টিরও বেশি ফোরজি টাওয়ার বাস্তবায়ন হচ্ছে। এছাড়া পাইপলাইনে রয়েছে আরও ২ হাজার ৪২০ টাওয়ার চালুর প্রক্রিয়া।

Share.
Exit mobile version