ঢাকার টঙ্গীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শতভাগ দগ্ধ অবস্থায় তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে একই ঘটনায় ১০০ শতাংশ দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মারা যান। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় দগ্ধ চারজনের মধ্যে দুজনের মৃত্যু হলো।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সাহারা মার্কেটের রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ ও নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ, অফিসার খন্দকার জান্নাতুল নাঈমের ৪২ শতাংশ এবং জয় হাসানের ৫ শতাংশ দগ্ধ হয়। বর্তমানে নাঈম ও জয় চিকিৎসাধীন রয়েছেন বার্ন ইনস্টিটিউটে।

মরহুম নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক ছিলেন।

অগ্নিদগ্ধদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চং সি জ্যাক মঙ্গলবার রাতে ঢাকায় এসে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version