জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না। যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা জাতীয় নির্বাচনে মানুষের মতকে সম্মান জানাবে কীভাবে?

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত আট দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘যারা জুলাইয়ের চেতনার প্রতি সম্মান রাখতে পারছে না, তারা কীভাবে জাতীয় নির্বাচনে জনগণের মতকে সম্মান জানাবে? জনগণের ভাষা বুঝুন, তাদের ভাষা না বুঝলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন।’

জামায়াত নেতা ঘোষণা দেন, ‘জুলাই সনদে জনগণের দাবি প্রতিফলিত হয়েছে। যতক্ষণ জনগণের দাবি পূরণ না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।’

সমাবেশে অংশ নেয় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির নেতাকর্মীরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। দুপুরের পর গুলিস্তান থেকে মৎস্য ভবন পর্যন্ত এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশ থেকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরে গণভোট আয়োজন, নির্বাচনে উভয় পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী সরকারে বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়।

Share.
Exit mobile version