জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠককে বিভিন্ন পক্ষের সঙ্গে ভারতের ‘নিয়মিত যোগাযোগের অংশ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়েসওয়াল এ মন্তব্য করেন। পরে বিষয়টিৃনিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
এর আগে গত ৩১ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি বাইপাস সার্জারির পর ভারতীয় কূটনীতিকদের সঙ্গে তার বৈঠক হয়।
এ বিষয়ে জানতে চাইলে ব্রিফিংয়ে রণধীর জয়েসওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে বৈঠকটিও একই প্রেক্ষাপটে দেখা উচিত।
নয়াদিল্লির পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের যোগাযোগ কূটনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক অংশ এবং এতে অস্বাভাবিক কিছু নেই।
উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান আরও দাবি করেন, ভারতীয় কূটনীতিকরা তাকে বৈঠকের বিষয়টি গোপন রাখার অনুরোধ জানিয়েছিলেন।
ম্যাংগোটিভি /আরএইচ

