রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠের পাশে দুটি ড্রামের ভেতর থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, দুপুর আড়াইটার দিকে একটি ভ্যানে করে ড্রাম দুটি সেখানে ফেলে যায় অজ্ঞাত ব্যক্তিরা। পরে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

ওসি বলেন, ‘ড্রামের ভেতর থেকে কয়েকটি খণ্ড করা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা ড্রামগুলো সেখানে রেখে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।’

ঘটনাস্থলে উপস্থিত উপপরিদর্শক (এসআই) মাজিবুল আলম জানান, ড্রাম দুটি প্রথমে চাল ভর্তি মনে হলেও নিচে ছিল মানুষের দেহের খণ্ডাংশ। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে

Share.
Exit mobile version