বসুন্ধরা শুভসংঘ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার উদ্যোগে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতাবিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের আশরাফ উল্লাহ একাডেমিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিয়া আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদিয়া আঁখি স্বর্ণার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকশানা ওয়াহিদ রাহী (এম.বি.বি.এস,বি.সি.এস.এমফিল-প্রিভেন্টভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন)।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন- কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন।

সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জহুর চান বিবি মহিলা কলেজ শাখার উপদেষ্টা প্রভাষক তহুরা বেগম, শামীমা আক্তার, প্রভাষক সুমাইয়া ফারহানা, সহকারী শিক্ষক (শরীরচর্চা) আজিজুন্নেছা প্রমুখ।

Share.
Exit mobile version