শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০টি কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস (জুলাই–ডিসেম্বর ২০২৫) মেয়াদের ব্যবসায়িক ফলাফল অনুমোদন করেছে। বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত পর্ষদ সভা শেষে এসব কোম্পানির শেয়ারপ্রতি আয় বা লোকসানের (ইপিএস) তথ্য প্রকাশ করা হয়, যা বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

ডিএসই সূত্রে জানা গেছে, ইপিএস প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে ১৭টি বা ৩৪ শতাংশ কোম্পানি আলোচ্য সময়ে লোকসানে রয়েছে। বাকি কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে, যদিও কিছু প্রতিষ্ঠানের আয় উল্লেখযোগ্যভাবে কমেছে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, জুলাই–ডিসেম্বর ২০২৫ সময়ে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ডেসকো। কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ দশমিক ২৮ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল লোকসান ১৫ পয়সা। এছাড়া খুলনা পাওয়ার, খান ব্রাদার্স, পাওয়ার গ্রিড, ইভিন্স টেক্সটাইল ও দেশ গার্মেন্টসের ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে।

অন্যদিকে, ইপিএস কমেছে বা লোকসান বেড়েছে এমন কোম্পানির মধ্যে রয়েছে লুব-রেফ, এনার্জিপ্যাক পাওয়ার, আইসিবি, জিল বাংলা, জুট স্পিনার্স, এস্কয়ার নিট ও ফারইস্ট নিটিং। বিশেষ করে লুব-রেফ ও এনার্জিপ্যাক পাওয়ারের লোকসান আগের বছরের তুলনায় কয়েকগুণ বেড়েছে।

লোকসান থেকে কিছুটা ঘুরে দাঁড়ানোর উদাহরণও রয়েছে। আজিজ পাইপস, অলিম্পিক এক্সেসরিজ, সেন্ট্রাল ফার্মা, সী পার্ল ও রেনউইকের লোকসান আগের বছরের তুলনায় কমেছে।

ডিএসই সূত্র জানায়, এসব কোম্পানির ইপিএস তথ্য বিনিয়োগকারীদের জন্য কোম্পানিগুলোর আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনা মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ছয় মাসের পরিবর্তে নয় মাসের (এপ্রিল–ডিসেম্বর ২০২৫) ইপিএস প্রকাশ করেছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version