জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) আবারও সাক্ষ্য দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

গত ৯ অক্টোবর দুপুর ২টায় ট্রাইব্যুনালে প্রথম দফায় সাক্ষ্য দিতে হাজির হয়েছিলেন এই উপদেষ্টা। সেদিন বিকেল পৌনে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। তবে জবানবন্দি অসম্পূর্ণ থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

আসিফ মাহমুদের আগের সাক্ষ্য
ওই দিন ১৯ নম্বর সাক্ষী হিসেবে তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি তুলে ধরেন। একই সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে পুলিশের নৃশংস অভিযান ও ডিবি পরিচয়ে তাকে অপহরণের চেষ্টা-এসব ঘটনার বর্ণনা দেন। তার সাক্ষ্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বেশ কয়েকজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরাসরি দায়ী করেন।

গ্রেপ্তার চার আসামি হলেন-শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া,মো. ইমাজ হোসেন ইমন, ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক আসামিরা হলেন- ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম, ও সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

গত ১৪ জুলাই, এই মামলার আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ২০২৪ সালের ৫ আগস্ট, চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। নিহতরা হলেন-শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version