চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুর জন্য ৪২৯ জন এবং হল সংসদের জন্য ৫০২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী জানান, এ নির্বাচনে মোট ১ হাজার ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা পড়েছে ৯৩১টি। তবে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা এখনও জানা যায়নি।

এর আগে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বৈচিত্র্যের ঐক্য পরিষদ, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২২ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

Share.
Exit mobile version