চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর। বিষয়টি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন পেছানোর মূল কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময়সূচি এবং আসন্ন দুর্গাপূজা উল্লেখ করা হয়েছে। নির্বাচনের প্রচার-প্রচারণায় প্রার্থীরা পর্যাপ্ত সময় পাচ্ছিলেন না, যা বিবেচনা করে প্রশাসন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নির্বাচনের দিন ছিল ১২ অক্টোবর (রোববার)।

এদিকে, নির্বাচন কমিশন সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে। তালিকায় দেখা গেছে, জমা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি পদে এবং একজন জিএস পদে মনোনয়নপত্র কিনেছিলেন। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১,১৬২ জন, যার মধ্যে ৯৩১টি জমা দেওয়া হয়েছে। ভিপি পদে ২৫টি, জিএস ও এজিএস পদে ২২টি করে মনোনয়নপত্র জমা পড়েছে।

চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৭ জন। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সময় বন্ধ থাকার পর চবি শিক্ষার্থীরা আবার ভোটাধিকারে অংশগ্রহণ করতে পারবে।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version