চাকরির সুযোগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি সারাদেশে ডেলিভারিম্যান পদে মোট ১,০০০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম
ডেলিভারিম্যান (প্রার্থীর নিজ জেলা অনুযায়ী নিয়োগ)।

পদসংখ্যা
১,০০০ জন।

যোগ্যতা
শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে এবং তাতে বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে। চাকরি হবে চুক্তিভিত্তিক।

দায়িত্ব

১. সাইকেল বা মোটরবাইক ব্যবহার করে গ্রাহকের ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়া ও মূল্য সংগ্রহ করা।
২. হোম ডেলিভারি সেবা প্রদানের জন্য প্রস্তুত থাকা এবং বিক্রয় ও অনুমোদন সংক্রান্ত রিপোর্ট সময়মতো অফিসে পাঠানো।
৩. যেকোনো সমস্যা বা ইস্যু সুপারভাইজারকে জানানো।
৪. নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে আনা।
৫. ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত অন্যান্য দায়িত্ব পালন করা।

বেতন ও সুবিধাসমূহ
মাসে ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ। প্রতি পার্সেলে কমিশন ১৮ থেকে ৩০ টাকা। হাজিরা বোনাস ৪,০০০ টাকা। উৎসব ভাতা। অফিস থেকে কাস্টমার কল করার জন্য সিম সরবরাহ করা হবে। দুর্ঘটনা বীমা ও চিকিৎসা সুবিধা থাকবে।

কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থান।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে bdjobs.com-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
২৪ নভেম্বর, ২০২৫।

সূত্র: বিডিজবস।

Share.
Exit mobile version