ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তাদের রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।
কারাগারে পাঠানো অপর আসামিরা হলেন—আবু সুফিয়ান, আব্দুর রহমান ওরফে মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম আসামিদের সাত দিন করে রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।
মামলার বিবরণীতে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে বসিলার ‘সেইফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে’ চিকিৎসাধীন অবস্থায় শাহিনের স্ত্রী একটি মৃত সন্তান প্রসব করেন। মানবিক কারণে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো বিল না নিয়েই ছাড়পত্র দেয়। কিন্তু পরবর্তীতে আসামিরা হাসপাতালের মালিক আফরুজা শিল্পীর ছেলে আবু সাইদের কাছে তিন লাখ টাকা চাঁদ দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা হাসপাতালের যন্ত্রপাতি ও সিসি ক্যামেরা ভাঙচুর করে দেড় লাখ টাকার ক্ষতিসাধন করে। পরে জোরপূর্বক ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে এবং বাকি টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযোগের ভিত্তিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, গত মে মাসে রাজধানীর ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির ঘটনায়ও সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনের নাম উঠে আসে। তখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ থানায় গিয়ে তাদের জিম্মায় ছাড়িয়ে নিয়েছিলেন।

