চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাসের ভেতরে চাষাবাদের আড়ালে গড়ে তোলা একটি চোলাই মদের কারখানায় অভিযান চালিয়ে সুমন চাকমা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে প্রক্টরিয়াল বডি। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের পেছনের ‘গ্রিনহাউস’ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সুমন কৃষিকাজের জন্য বিশ্ববিদ্যালয়ের জমি ইজারা নিয়েছিলেন। তবে তারা অভিযোগ পায়, ওই জমিতে কৃষিকাজের পরিবর্তে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি পাহাড়ের বন্য প্রাণী শিকারের সঙ্গেও তার সংশ্লিষ্টতা আছে বলে তথ্য আসে প্রশাসনের কাছে।
হঠাৎ ওই এলাকায় বহিরাগতদের চলাচল বেড়ে যাওয়ায় নজরদারি বাড়ায় প্রক্টরিয়াল বডি। পরে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। রাত সাড়ে তিনটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
হাটহাজারী থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, সুমন চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ

