চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে দ্রুততম সময়ে ছয় লেনে উন্নীত করার দাবিতে সাতকানিয়ায় অবরোধ কর্মসূচি পালন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন’। রোববার সকাল ১০টা থেকে কেরানীহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখায় পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রতিদিনের দুর্ঘটনা, স্থায়ী যানজট ও অবকাঠামোগত সংকটের কারণে ‘মরণফাঁদ মহাসড়ক’ হিসেবে পরিচিত এই রাস্তাটির উন্নয়ন দাবিতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা একত্র হয়েছেন।

আন্দোলনকারীরা জানান, দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান—এই তিন জেলার কোটি মানুষের জীবনরেখা এই মহাসড়ক। বছরের পর বছর দুর্ঘটনা ও জনদুর্ভোগে হাজারো প্রাণহানি ঘটলেও প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি নেই।

তাদের অভিযোগ, মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন ধরে অনুমোদন প্রক্রিয়ায় আটকে আছে। প্রশাসনিক ধীরগতি, রাজনৈতিক পরিবর্তন ও টেন্ডার জটিলতার কারণে কাজ এগোয়নি। স্মারকলিপি, মানববন্ধন, পথসভা—সব আয়োজনের পরও সুফল না পাওয়ায় এবার তারা শান্তিপূর্ণভাবে সড়কে নেমেছেন।

আন্দোলনকারী সোলাইমান বাবুল বলেন, এটা শুধু সড়ক উন্নয়ন নয়—এটা দক্ষিণ চট্টগ্রামের বাঁচা-মরার বিষয়। আমরা আর অপেক্ষা করতে রাজি নই।

রোববার সকাল থেকে কেরানীহাট ছাড়াও লোহাগাড়ার আমিরাবাদ ও চকরিয়ার মাতামুহুরি ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা।

কেরানীহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ নূরে-আলম সিদ্দিকী বলেন, ঘোষিত ব্লকেড কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version