সরকার চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর — এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর ডিসি সাইফুল ইসলামকে বদলি করে চট্টগ্রামের জেলা প্রশাসক করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হক, যিনি এখন ফেনীর নতুন ডিসি হিসেবে দায়িত্ব নেবেন।

এছাড়া, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি পদে বদলির আদেশ দেওয়া হলেও পরবর্তীতে তা বাতিল করা হয়।

নতুন এই নিয়োগের ফলে প্রশাসনে গুরুত্বপূর্ণ চার জেলায় নেতৃত্বে আসছে নতুন মুখ।

Share.
Exit mobile version