ঢাকা মেট্রোরেলের যাত্রীসেবায় যুক্ত হলো নতুন সুবিধা-এখন থেকে ঘরে বসেই র‌্যাপিড পাস বা এমআরটি পাস রিচার্জ করা যাবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা পৌনে ১১টায় রাজধানীর আগারগাঁও স্টেশনে এই অনলাইন রিচার্জ সেবার উদ্বোধন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

ডিটিসিএর নতুন এ ব্যবস্থায় ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ যেকোনো অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে কার্ডে রিচার্জ করা যাবে। এজন্য ডিটিসিএর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে নিবন্ধন করে লগইন করতে হবে। এরপর পেমেন্ট সম্পন্ন করলে রিচার্জ তথ্য ‘অপেক্ষমাণ’ অবস্থায় সিস্টেমে যুক্ত হবে।

তবে অনলাইন পেমেন্ট সফল হলেও স্টেশনে স্থাপিত নতুন এভিএম (অ্যাডভান্সড ভেন্ডিং মেশিন) যন্ত্রে কার্ড স্পর্শ না করা পর্যন্ত রিচার্জ কার্যকর হবে না। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশনে ৩২টি এভিএম যন্ত্র বসানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ডিটিসিএ জানায়, অনলাইন রিচার্জের ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ব্যবহারের জন্য অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। রিচার্জ করা টাকা তিন মাস ‘অপেক্ষমাণ’ অবস্থায় থাকবে। এই সময়ের মধ্যে কার্ড এভিএম-এ টাচ না করলে সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের অ্যাকাউন্টে ফেরত যাবে, তবে ১০ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখা হবে। গ্রাহক চাইলে সাত দিনের মধ্যেও রিফান্ড নিতে পারবেন, সেক্ষেত্রেও একই চার্জ প্রযোজ্য হবে।

বর্তমানে মেট্রোরেলের যাত্রাপথে ৫৫ শতাংশ যাত্রী এমআরটি বা র‌্যাপিড পাস ব্যবহার করেন। এই কার্ডে যাত্রীরা নিয়মিত ১০ শতাংশ ভাড়া ছাড় পান। প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন।

চলতি বছরের অক্টোবরে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তন করে প্রথম ও শেষ ট্রেনের সময় বাড়ানো হয়েছে। আগামী মাসে ট্রেনের মধ্যবর্তী সময় দুই মিনিট কমানোর পরিকল্পনাও রয়েছে, যা বাস্তবায়িত হলে দৈনিক যাত্রীসংখ্যা পাঁচ লাখ অতিক্রম করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version