চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে ঢাকাগামী জাকির সম্রাট-৩ লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় লঞ্চে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অপর একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মোহনপুর এলাকায় মারা যান। তবে নিহতরা কোন লঞ্চের যাত্রী ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহসহ লঞ্চটি ঢাকার সদরঘাটে পৌঁছায়।
এদিকে, সংঘর্ষের ঘটনায় নৌপথে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘন কুয়াশাকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হলেও প্রকৃত কারণ নির্ণয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

