রাজধানীর মিরপুর-২ নম্বরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ভোররাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে দুই মোটরসাইকেল আরোহী একটি ককটেল ছুড়ে মারে। বিস্ফোরণের পর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হয়। তবে ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পর গ্রামীণ ব্যাংক ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সাজ্জাদ রোমন।
