রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন সিসা বারে যৌথ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাব-১। শনিবার (১১ অক্টোবর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাসুম বিল্লা, রাব্বি, জুলহাস, রিজওয়ান রোজিরিও, নাসির উদ্দিন এবং নয়ন হোসেন।
ডিএনসি জানায়, বনানী ও গুলশান এলাকার মনটানা লাউঞ্জ, দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, ইক্সোটিক এবং ইউনিক রিজেন্সি হোটেলে পৃথক অভিযান চালানো হয়। এর মধ্যে গুলশান এলাকার আর এম সেন্টারের ৬ষ্ঠ তলায় মনটানা লাউঞ্জ থেকে অবৈধ সিসা ও সরঞ্জামসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ২ জন আসামি পালিয়ে যান।
অভিযানে ৩ কেজি সিসা, ৫টি হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২টি বিয়ার ক্যান এবং ১২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএনসি’র কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন-মনটানা সিসা লাউঞ্জের মালিক আবু সাইদ ও ইবনুল হাসান। তাদের নির্দেশে আসামিরা নিকোটিনযুক্ত সিসা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করতেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

