আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গুমের মামলায় স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিয়োগ দেন।

এদিকে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান ২৫ সেনা কর্মকর্তা মিলিয়ে মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আগামী ৩ ও ৭ ডিসেম্বর এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version