মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট ও আইটি পণ্যের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড গাজীপুরে রিটেইল মিট আয়োজন করেছে। সোমবার (১৯ জানুয়ারি) এ উপলক্ষে গাজীপুরের মীরের বাজারে অবস্থিত ইশা মোবাইল সেন্টার-কে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ডিলার হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড একটি মোবাইল, মোবাইল এক্সেসরিজ, গ্যাজেট এবং আইটি ডিস্ট্রিবিউশন কোম্পানি। বর্তমানে প্রতিষ্ঠানটি শিনজি, মিব্রো, ইউগ্রিন, ইডব্লিউএ ব্র্যান্ডের পণ্য ডিস্ট্রিবিউশন করছে। পাশাপাশি খুব শিগগিরই বাজারে আসছে আইপ্রো মোবাইল, যা ডিলারদের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও জানান, ম্যাংগো ব্র্যান্ডের নিজস্ব এক্সেসরিজও বাজারে সহজলভ্য রয়েছে। এ ছয়টি ব্র্যান্ডের ডিস্ট্রিবিউশন কার্যক্রম পরিচালনার জন্য গাজীপুরের মীরের বাজারে অবস্থিত ইশা মোবাইল সেন্টারকে নির্বাচিত করা হয়েছে। দোয়া করবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রিটেইলারদের সঙ্গে পণ্যের বৈশিষ্ট্য, বাজার সম্ভাবনা এবং বিক্রয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রিটেইল মিটটি সম্পন্ন হয়।

ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের পণ্যের ক্ষেত্রে ছয় মাসের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই সম্মিলিতভাবে ব্র্যান্ডগুলোকে বাজারে প্রতিষ্ঠিত করা এবং গ্রাহকদের উন্নত ও নির্ভরযোগ্য সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, এই পার্টনারশিপের মাধ্যমে মীরের বাজার ও আশপাশের এলাকার গ্রাহকরা শিন শিনজি, মিব্রো, ইউগ্রিন, ইডব্লিউএ, ম্যাংগো এবং মিব্রো মোবাইল-এর অফিসিয়াল পণ্য বেস্ট প্রাইস ও নির্ভরযোগ্য সার্ভিসের মাধ্যমে এক জায়গায় পাবেন।

প্রতিষ্ঠানটি জানায়, সামনে আরও নতুন পণ্য ও চমক নিয়ে বাজারে আসার পরিকল্পনা রয়েছে।

Share.
Exit mobile version